শুক্রবার বিকাল ৪:৫৫, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১১ই অক্টোবর, ২০২৪ ইং

কঠিন পাহারায় কঠোর লকডাউন: পার‌বে কি ক‌রোনা ঠেকা‌তে?

৪৪৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজ ব্রাহ্মণবাড়িয়ায় কঠিন পাহারায় পালিত হয় কঠোর লকডাউন। সমস্ত শহর ঘুরে প্রথম দিনেই দেখা যায় শহরের ব্যস্ততম সমস্ত রাস্তাঘাট, শপিং মল, মার্কেট সবকিছুই জনমানব শূন্য। অতি জরুরী কাজ ছাড়া লোকজন চোখে পড়ে‌নি।

কে দাশের মোড়, ফরিদুল হুদা রোড, বিবাড়িয়া টাওয়ার, সুপার মার্কেট, আধুনিক সুপার মার্কেট, কুমারশীল মোড়, মসজিদ রোড এই সমস্ত জায়গা শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গা, যেখানে সমাগম ঘটে লাখো মানুষের। কিন্তু আজ এইসব জায়গায় লোকজন নেই বললেই চলে। বিভিন্ন জায়গায় বিজিবি টহল দিচ্ছে, সারিবদ্ধভাবে দাঁ‌ড়ি‌য়ে আ‌ছে পুলিশের গাড়ি।

কুমারশীল মোড়ে দেখা যায়, চৌদ্দটি বিজিবির গাড়ি। কাউতলী মোড় থেকে ঘাটুরার মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে পুলিশ সদস্যগণ অবস্থান করেন। এভাবে কেটে গেল ব্রাহ্মণবাড়িয়ার প্রথম দিনের লকডাউন। তবে জনগণের প্রশ্ন, এই সাতদিনের লকডাউনে কি থামিয়ে দিতে পারবে করোনার আঘাত? বিজ্ঞমহল মনে করেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে কমিয়ে আনা যেতে পারে এটা।

তাই আসুন আমরা সচেতন হই। নিজে বাঁচি, পরিবারকে বাঁচাই। দেশকে ও জাতিকে রক্ষার স‌র্বোচ্চ চেষ্টা করি।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি