শনিবার বিকাল ৫:০২, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

আদিত্ব্য কামাল

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্থ রেলওয়ে স্টেশন পুনসংস্কার ও অবিলম্বে সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ অক্টোবর) সকালে স্টেশনের প্লাটফর্মে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এতে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ওয়াসেল সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ভাংচুরের পেছনে প্রকৃত দায়ীদের আইনের আওতায় না এনে রেল বন্ধ রাখায় জেলার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভোগে পোহাতে হচ্ছে। যা খুবই দুঃখজনক। বক্তারা অবিলম্বে স্টেশনের সংস্কার ও সকল ট্রেনের যাত্রা বিরতির দাবী জানান। অন্যথায় রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও জানানো হয়।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply