বুধবার বিকাল ৪:০৮, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং

বিজয়নগরে যুবকের গলিত লাশ উদ্ধার

৩৭২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) বিকেলের দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া কইছাপুরা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জাহিদুল ইসলাম হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের কৃষক বাচ্চু মিয়ার ছেলে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম গত ৫ তারিখ বাড়ি থেকে মাছ ধরার জন্য বেড়িয়ে আর ফিরে আসেনি।

অনেক খোঁজাখুঁজির পরে সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিজয়নগর থানায় জিডি করা হয়। মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয় লোকজন হরষপুর বাগদিয়া কইছাপুরা বিলে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে বিজয়নগর থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বিকেল ৫টায় একটি গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি