সোমবার দুপুর ১২:০৫, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৭ই অক্টোবর, ২০২৪ ইং

তুলনা হবে শুধু নিজের সাথে নিজের

৫০৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

তুলনা হবে শুধু নিজের সাথে নিজের, গতকালের আপনার আর আজকের আপনার।

সৃষ্টিকর্তা দুনিয়ার প্রত্যেক মানুষকে আলাদা আলাদা করে পাঠিয়েছেন| তাই বলে এমন না যে কারো মেধা কম আবার কারো বেশী দিয়েছেন উনি| দু-একটি দুর্ঘটনা ছাড়া বাকিরা সবাই সমান| কেউ অন্ধ, কেউবা শারীরীকভাবে অক্ষম| এর মধ্যেও দেখা যায় অন্ধ লোকটির শ্রবণ ক্ষমতা বা গন্ধ নেওয়ার ক্ষমতা এতো বেশী যে সে পাশ দিয়ে কেউ গেলে শরীরের গন্ধ থেকেই বলে দিতে পারে কে গেলো|

আবার কারো গায়ের রঙ ফর্সা হওয়ার কারণে সে হয়তো আমাদের সৌন্দর্যের মাপকাঠিতে অনেক এগিয়ে…| কিন্তু শারীরীক অন্য অনেক দিক দিয়ে সে হয়তো ওই কালো মানুষটার থেকে অনেক পিছিয়ে| শারীরীক সক্ষমতা অনেক বেশী বলেই স্প্রিন্ট আর বক্সিংয়ে…কালোদের জয়জয়কার!
আরেকজনের পারফরম্যান্স এর সাথে নিজের পারফরম্যান্স তুললা করবেন না কখনও|

আরেকজনের সাথে নিজের তুলনা করা সময় নষ্ট ছাড়া কিছুই না| আপনি আলাদা সত্ত্বা আরেকজনও আলাদা, মিল শুধু দুজনেই মানুষ…এছাড়া আর কোনকিছুই মিলবেনা আপনাদের দুজনেই মধ্যে| বেশিরভাগ সময় এমনকি যমজ ভাই/বোনের মধ্যেই মেলেনা কিছু!

শুনুন ভাই অথবা বন্ধু, তুলনা করবেন শুধু নিজের সাথে নিজের| একবছর আগে নিজেকে দেওয়া ওয়াদা কতটুকু রাখেতে পারছিলেন আর এখন কতটুকু পারেন|। সব তুলনা নিজের সাথে…অন্য কারো সাথে না| অন্য কারো সাথে নিজের তুলনা করলে শুধু ডিপ্রেশন বাড়াবেন, লাভের লাভ শুণ্য| লেগে থাকলে একটা সময় পড়ে গন্তব্যে পৌঁছে যাবেন| যেকোন কাজে ধৈর্য ধারণ করে নিজেকে ছাড়িয়ে যেতে চেষ্টা করুন| সেটি নিয়েই এগিয়ে যান|

সৃষ্টিকর্তাই সবচেয়ে জ্ঞানী, তিনিই ভালো জানেন কেন এগুলো হয়|

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি