সোমবার সকাল ১০:৪১, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৭ই অক্টোবর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

৩০৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন পালিত হয়।বৃহস্পতিবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের সাবেক সভাপতি মো: আব্দুল লতিফ, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি শাহীন ফেরদৌস,প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খাঁন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার। বক্তারা রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি