সোমবার সকাল ১১:৫৪, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৭ই অক্টোবর, ২০২৪ ইং

ঈদের দিনে: মুহাম্মদ শাহরিয়ার হোসাইন

৪২২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

শেষ বিকালে জাগলো শশী

দেখলো মু’মিন বেশ।

সবার কাছে জানা হলো

মাহে রমজান শেষ।

 

দীর্ঘ এক মাস ধৈর্য্য নিয়ে

রাখলো যাঁরা রোজা

নিশি আসতেই ব্যস্ত সবাই

চাঁদ মামাকে খোঁজা।

 

প্রাণে প্রাণে দোলনা দোলে

রাজা-প্রজা দুঃখির মাঝে,

শিশু-কিশোররে পায়তারা দেয়

নতুন কাপড় নব্য সাজে।

 

ঈদের সালাত পড়ে সবাই

করে সালাম কুলাকুলি

হিংসা বিদ্বেষ ভুলে সবাই

নেয়গো বুকে তুলি।

বাড়ি পণে ফিরে সবাই

সেমাই পোলাও খাই

টক, মিষ্টি, জাল বিলিনে

কোন বিবেদ নাই।

ঈদের দিনের আনন্দটি

ভিন্ন আকাঁর ধরে

খেতে খেতে মনটা যেন

যায় ক্লান্তির নীড়ে।

আল্লাহ তুমি বাচাও মোদের

করোনা আজাব থেকে বান্দা

তোমার আকাশপণে তাকায়,

এই আশাতে।

জানি প্রভু মোদের পাপের সীমা

নাকো তার

তোমার রহমত তারো বেশী

ক্ষমা করো পরওয়ারদিগার।

 

রচনা: মুহাম্মদ শাহরিয়ার হোসাইন

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি