বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০৫, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৪ ইং

সরাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

৩৭৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়েছে।

এ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। এছাড়া এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, কুমিল্লা সেনাবাহিনীর লে. মাহিম মিজবাহ, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, ডা. মো. মুনতাছির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম,

মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, উপজেলা আলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন ও যুবলীগের নেতা মো. মাহফুজ আলী প্রমূখ। পাঁচ কিলোমিটারের এ ম্যারাথনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক,সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নারী-পুরুষ অংশ নেন।

শেখ মোঃ ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি