
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পৌরসভার ভাকুরা গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাজিমুদ্দিনের ছেলে মোঃ রাজু ইসলাম(১৪) ব্রেইন/বুদ্ধি প্রতিবন্ধী অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করিয়া অভাব গ্রস্ত হয়ে পড়েন প্রতিবন্ধীর পিতা মোঃ নাজিমদ্দীন।দীর্ঘ ১৪ বছর ধরে সন্তানের চিকিৎসা করতে সংসারের অভাব অনটনে পড়ে রয়েছেন।
তাই এবিষয়ে নাজিমুদ্দিনের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান ঢাকা পুপুলারের চিকিৎসক ডাঃদীনু আহমেদের বলেন তোমার সন্তান কে সন্পুন্ন সুস্থ করতে হলে দ্রুত ভারতের চেন্নাই অথবা বেঙ্গলুরে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন।
এদিকে নাজিমুদ্দিন খেটে খাওয়া হতদরিদ্র গরীব হওয়ায় তারপক্ষে সম্ভব হচ্ছে না।মর্মে চিকিৎসার জন্য অর্থিক সাহায্যের জন্য ডাক ও ইমেইলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন করেন।
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]