
সন্ত্রাসী আগ্রাসী
শাহিন আলম
তুমি সন্ত্রাসী তুমি আগ্রাসী
করলে তনন হত্যা,
শত কবি জাগবে এবার
বুঝবে তুমি মজা।
তনন একটা বজ্র কন্ঠ
সন্ত্রাসীরা ভিষন কম্পিত,
আসল রূপ তুলে আনে
সন্ত্রাসীরা হয় লাঞ্ছিত।
কবি হত্যা নয়রে সোজা
হয়না তারা মৃত,
শহীদ হয়ে থাকে তারা
ওপারে দেখ’না জীবিত।
আসল লেখক স্বয়ং আল্লাহ
সন্ত্রাসী তুমি জানোনা!
আমাদের তুমি হত্যা করলে
তিনি তোমায় ছাড়বেনা।
পাঠিয়েছেনঃ শাহিন আলম, ঘাসিটুলা,লামাপাড়া,সিলেট থেকে
Some text
[sharethis-inline-buttons]