শুক্রবার সকাল ৬:৩৩, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই মে, ২০২৪ ইং

সরাইলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের দাফন সম্পন্ন

২৮২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রথমে সরাইল অন্নদা সরকারী হাই স্কুলের মাঠে এবং নিজ গ্রাম নোয়াগাঁও ইউনিয়নের আইরল দ্বিতীয় জানাযা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের দাফনের আগে সরাইল থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, উপজেলা নিবার্হী অফিসার আরিফুল হক মৃদুল, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান আনসারী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম খোকন, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ফেরদৌস, হোসেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া, মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন প্রমূখ।

পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৭৮ বছর।

শেখ মোঃ ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি