বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪১, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই মে, ২০২৪ ইং

ঠাকুরগাঁও গড়েয়ায় রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

৪৩৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে হত দরিদ্র রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৪ টায় ১২৭ নং গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গড়েয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ আহমেদ শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সদর থানা অফিসার্স ইনচার্জ তানভিরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন করোনা কালীন দুর্যোগ সময়ে সচেতন থাকতে ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পরে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার অসহায় ও হতদরিদ্র শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল,সাধারণ সম্পাদক রইচ উদ্দিন সাজু,গড়েয়া বিট পুলিশিং ইনচার্জ সাজেদুল ইসলাম,এ.এসআই রাকিবুল ইসলাম,১নং ওয়াড সভাপতি আব্দুল বারিক,সমাজ সেবক সাজ্জাদুর রহমান শাহ সোহেল সহ গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


পরে তিনি গড়েয়ায় ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী রাধা গোপীনাথ ইসকন মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনে গেলে ইসকনের ভাইস প্রেসিডেন্ট কর্তৃক জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি