শনিবার দুপুর ১২:১৪, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই অক্টোবর, ২০২৪ ইং

মশরিয়া যুব সংঘ রাজনগর কর্তৃক নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

৪৯৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মশরিয়া যুব সংঘ রাজনগর কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট -২০২১ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

২২(জানুয়ারি) রোজ শুক্রবার সন্ধা ৭ঘটিকায় মশরিয়া গ্রামে

জনাব তোফায়েল আহমদ (কছনু) এর সভাপতিত্বে জনাব তোফায়েল আহমদ ,মশরিয়া যুব সংঘ এর সভাপতির ও নাদ্রাতুল নাহিম সাধারণ সম্পাদক এর যৌত পরিচালনায় ,

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন : জনাব খয়রুল মজিদ ছালেক ( দেওয়ান ) চেয়ারম্যান ৫ নং রাজনগর ইউ.পি।
বিশেষ অতিথি : জনাব জোবায়ের আহমদ চৌধুরী , বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ।

বিশেষ অতিথি : জনাব আলিম উদ্দিন হালিম ,
সাধারণ সম্পাদক , সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ , মৌলভীবাজার ,

বিশেষ অতিথি : জনাব রুয়েল আহমদ চৌধুরী , সহ – সভাপতি , সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ , মৌলভীবাজার ।
বিশেষ অতিথি : জনাব ফারুক মিয়া , সাবেক ভাইস চেয়ারম্যান , উপজেলা পরিষদ , রাজনগর ,

এছাড়া উপস্হিত ছিলেন.
জনাব সিরাজুল ইসলাম , শিক্ষক মশরিয়া এ.ডি মাদ্রাসা ,জনাব মো: রুমেল আহমদ বিশিষ্ট ব্যবসায়ী ।

মশরিয়া যুব সংঘ কমিটির সদস্যদের মধ্যে,নাহিম আহমদ,শেখ মুবিন,শেখ ইব্ররাহিম,সুবেল আহমদ,ফয়জু আহমদ,শেখ সুফিয়ান,সালমান আহমদ,শাকিব খান,নাহিদ আহমদ,সিমন আহমদ,বেলাল আহমদ,নরজুল আহমদ,শেখ সেজু,মুবারক মিয়া ?ইয়াচিন মিয়া,শেখ নাসির
এনাম খান,আমজদ মিয়া,হেলাম মিয়া,শেখ জাবেদ আহমদ
শেখ সায়েদ মিয়া,শেখ লাদেন আহমদ,জুবের আহমদ,শেখ মাছুম আহমদ,মাহিন আহমদ,রোমান আহমদ,সুমন আহমদ
সুজন আহমদ,শেখ তুহিন আহমদ প্রমূখ।

উক্ত নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করেন ,সবকটি দল কে হারিয়ে তাদের মধ্যে ২টি শক্তিশালী দল ফাইনালে খেলায় অংশ গ্রহন করেন,জয় বাংলা স্পোটিং ক্লাব মশরিয়া বনান মুন্সিবাজার স্পোটিং ক্লাব এদের মধ্য ৩/১ গোলে মুন্সিবাজার স্পোটিং ক্লাব জয় লাভ করে চেম্পিয়ান হয়।

 

এস এম আবু বকর ,মৌলভীবাজার প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি