বৃহস্পতিবার রাত ১১:৩৪, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী

৩৪০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ অডিটোরিয়াম

(বিডি) হলে স্বাস্থ্যবীধি মেনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মোঃ আব্দুল মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

কোভিড – ১৯ ও স্বাস্থ্য সুরক্ষায় সীমিত আকারে কলেজ মাধ্যমিক শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে সীমিত সংখ্যক স্টলে শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করার সুযোগ পায়। পরে অতিথি বৃন্দ শিক্ষার্থীদের স্টলে উদ্ভাবনী প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি