শুক্রবার রাত ৮:১২, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত-২, হাসপাতালে ভর্তি

৩৬৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১১নং বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা গ্রামের প্রতিপক্ষ মোঃ খোরশেদ আলীর ছেলে মোঃরেজাউল ও নজরুল ইসলামের মারপিটে আহত হয় একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ মোশাররফ আলী ও তার ভাই মোঃ আব্দুল মালেক।

জানা যায়, মোশাররফ আলী তার নিজ জমির আমন ধান জমিতে কেটে রাখলে খোরশেদ আলীর ছেলে গত ১১ ই নভেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক ৭.৩০ মিনিটে ধান চুরি করে নিয়ে যাওয়ার প্রাক্কালে আটক করলে সে সময় খোরশেদ আলীর ছেলে মোঃরেজাউল করিম রাজা ও নজরুল ইসলাম উত্তেজিত হয়ে এলোপাতাড়ি ভাবে মোশাররফ আলী ও আব্দুল মালেক কে বেধরক মারপিটে আহত করলে মোশাররফ ও আব্দুল মালেকের মাথা ফেটে রক্তাক্ত জখম হলে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে আচেতন অবস্থায় অটোভ্যান যোগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ বিষয়ে মোশাররফ ও আব্দুল মালেকর সাথে কথা হলে তারা জানায়, আমাদের ধান চুরি করে নিয়ে যায়। আমরা আটক করলে আমাদের দুই ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি তাদের উচিত বিচার চাই।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি