শনিবার সকাল ১১:৪৯, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই অক্টোবর, ২০২৪ ইং

রিফাতের কবিতা: ‘তুমি’ ও ‘সারাক্ষণ’

৪১১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

তুমি

তোমার ঐ লাজুক চোখের চাহনি
হৃদয় ভরে দেয়
তোমার ঐ মিষ্টি ঠোটে মুচকি হাসি পায়।
তোমার ঐ কুচকানো ভ্রুকুটি
মনে দোলা দেয়
তোমার ঐ কাকের মতো চুলে
সুগন্ধি ছড়ায়।
তোমায় এক পলক দেখলে
হৃদয় ভরে যায়।
তোমার ঐ দেহের গড়ন দেখে
হৃদয়ে কিপটুস কাটে
তোমার ঐ চাল-চলনে
জ্বীন পরি সবই হাসে।
তোমার ঐ মুখের হাসিতে
লজ্জাবতী লজ্জা পায়।
তোমায় এক পলক দেখলে হৃদয় ভরে যায়।
তোমার ঐ চলা আঁকাবাঁকা পথে
ভূত-পেত্নিও যেতে ভয় পায়।
তোমার পায়ের নূপুরের গুন্জনে
বাদ্যযন্ত্র তাল হাড়াঁয়।
তোমায় এক পলক দেখলে
হৃদয় ভরে যায়।

 

সারাক্ষণ

একদিন এই পৃথিবী ছেড়ে
চলে যাব অনেক দূরে,
শুধু তোমাকে চাই জীবনে
বার বার দেখতে,
তোমার কথাই শুধু ভাবি সারাক্ষণ।
স্বর্পের মত কালো কেশ
এলোমেলো থাকে,
চুলের বাহারে তোমার সৌন্দর্য্য
যেন লুকায়িত থাকে,
তোমার সৌন্দর্য্যে মুগ্ধ আমি সারাক্ষণ।
মায়াবী লতা তোমার কালো চোখ
লাজুক চোখের চাহনি,
প্রতিটি চোখের পলকে তোমার
পাগল হয় সব লোক,
তোমার চোখের পলকে আমি পাগল সারাক্ষণ।

রূপে,গুণে তুমি অপরূপ
রূপের তোমার নেই শেষ,
তোমার রূপের বাহারে
রূপবতী হয় নি:শেষ,
তাই তোমার রূপে নি:শেষ আমি সারাক্ষণ।
মিষ্টি মিষ্টি তোমার হাসি
বড় বড্ড ভালবাসী,
তোমার হাসিতে যেন মধুমাখা
শূধু চেয়ে চেয়ে থাকি,
তোমার অপেক্ষায় থাকি সারাক্ষণ।

লেখক: রিফাত রাজ

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি