সোমবার দুপুর ১২:০৭, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৭ই অক্টোবর, ২০২৪ ইং

তালুকদার বংশের পুনর্মিলনী: কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

১২৫০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গতকাল শনিবার (৩১ অক্টোবর) শোনলৌহ ঘর তালুকদার বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিকারপুর, সুলতানপুর, সৈয়দাবাদ, গোপীনাথপুর, আমোদপুর ও শোনলৌহঘর গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার বংশের ছয় শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে “তালুকদার বংশের পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা-২০২০” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল ভূইয়া, মোগড়া ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রফেসর নূর মোহাম্মদ, সুলতানপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন তালুকদার, বাদৈর ইউনিয়নের সাবেক কমিশনার ওসমান তালুকদার, সৈয়দাবাদ কলেজের সাবেক ভিপি আলমগীর তালুকদার, সদর উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি আনোয়ার তালুকদার বাদল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা মাওলানা ইউনুছ তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হান্নান তালুকদার ও পরিচালনা করেন সহিদুল্লাহ উসমানী তালুকদার।

অনুষ্ঠানে আলোচকগণ তাদের আলোচনায় বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তালুকদার বংশের প্রতিটি সদস্যকে দেশ ও সমাজসেবায় আত্মনিয়োগ করতে হবে। মূলত এ মহৎ উদ্দেশ্যে নিয়েই গঠিত হয়েছে “এসএম তালুকদার ফাউন্ডেশন”। ভবিষ্যতে এই ফাউন্ডেশনকে আরো এগিয়ে নেয়া হবে।

উল্লেখ্য, এতে ০৭ জন কৃতি শিক্ষার্থী ও ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি