শনিবার দুপুর ১:২৫, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই অক্টোবর, ২০২৪ ইং

কুমারশীল মোড় ম‌দিনা মস‌জি‌দের ইমাম হা‌ফেজ সোলায়মা‌নের ই‌ন্তেকাল

৪৬৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবা‌ড়িয়া শহ‌রের প্রাণ‌কেন্দ্র কুমারশীল মোড় মদিনা জামে মসজিদের পেশ ইমাম, “জামিয়া ইসলামিয়া সোলাইমানিয়া” তিতাস পাড়া ব্রাহ্মণবাড়িয়া এর সুযোগ্য প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা সুলাইমান আহমদ ইন্তেকাল করে‌ছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার  নামাজে জানাজা আজ বাদ জোহর ট্যাংকের পাড় ময়দানে অনুষ্ঠিত হবে।

জানা যায়, আজ ভোর ছয়টায় ফজ‌রের নামা‌জে ইমাম‌তি করাকালীন তার মৃত্যু হয়। ব্য‌ক্তিগত জীব‌নে তি‌নি অ‌বিবা‌হিত ছি‌লেন। আমৃত্যু ধর্মীয় কা‌জেই তি‌নি নি‌জে‌কে ব্যাপৃত রে‌খে‌ছি‌লেন।

তিনি একজন খাঁটি ইসলামিক সেবক ছিলেন। তিনি পূর্ব মেড্ডায় প্রতিষ্ঠা করেন এক‌টি মাদ্রাসা ও এতিমখানা। তাছাড়াও দীর্ঘসময় কুমারশীল মোড় মদিনা মসজিদে ইমামতি ও খেদমত করেন।

তার মৃত্যু‌তে কুমারশীল মোড়, কালাইশ্রী পাড়া ও পু‌রো শহরবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মেও এ শোক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি