মঙ্গলবার সকাল ৬:১০, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে মে, ২০২৪ ইং

সরাইলে সূর্যকান্দি-আঁখিতারা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার

৩৩৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গত কয়েকদিনে অবিরাম বর্ষণে উপজেলা সূর্যকান্দি-আঁখিতারা প্রায় ৫ কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যায়। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সূর্যকান্দি শেখ এনায়েতপাড়ার যুবকরা স্বেচ্ছাশ্রমে সংস্কার করছে বিধ্বস্ত রাস্তা। দীর্ঘদিন ধরে এ রাস্তার বেহাল অবস্থার কারণে হাজার হাজার মানুষ চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে।

জানা যায়, উপজেলা সদরের কাছে হলেও রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। মানুষের দুর্ভোগ লাগবে যুবকরা কয়েকজন নিজেদের অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতায় রাস্তা সংস্কার কাজে অংশ নেন।

মোঃ জসিম উদ্দিন, আলী আহাম্মদ, মোঃ মোস্তফা, মিজানুর রহমান ও মোঃ ইকবাল মিয়া বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় কাদা জমে যায়। রাস্তার মাঝে মাঝে খানাখন্দ সৃষ্টি হয়েছে। রাস্তাটি ভেঙে যাওয়ায় চলাচল খুবই কষ্টকর হয়। তারা বলেন, এ রাস্তা দিয়ে স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থী এবং কয়েক গ্রামের মানুষ চলাচল করেন। তাই জনস্বার্থে রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

শেখ মোঃ ইব্রাহীম

সহ-সম্পাদক, দেশ দর্শন

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি