শুক্রবার রাত ৩:০৫, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২রা মে, ২০২৪ ইং

দ্বীনদার স্ত্রী দ্বীন পালনে সাহায্য করে

৩১৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

স্ত্রী স্বামীকে বলতেছে, এই শুননা! আমার কেমন যেন লাগে। মনে হয় আমাকে জিন কোনো ক্ষতি করেছে!আমাকে জিন ধরেছে। মূলত স্ত্রীকে জিন ধরেনি কিন্তু স্ত্রী স্বামীকে নামাযী বানানোর উদ্দেশ্যই আগেই কবিরাজের দ্বারস্থ হয়েছিল।
স্বামী তাকে নিয়ে কবিরাজের কাছে গেল।
কবিরাজ জিনকে বলল, কি ব্যাপার তুমি তার পিছু ছাড়না কেন?
জিন বলল, আমি চলে যাব তবে একটি শর্ত আছে।
কবিরাজ বলল কী শর্ত?
জিন বলল, তার থেকে চলে যাব কিন্তু তার স্বামীকে ধরব।
একথা শুনে স্বামী ভয়ে দূরে চলে গেল।
কবিরাজ স্বামীকে বুঝিয়ে কাছে আনল।
তারপর কবিরাজ জিনকে বলল আমারও একটি শর্ত আছে।

জিন বলল কী শর্ত?
কবিরাজ বলল তুমি স্বামীর বাড়ির আশেপাশে ঘুরবে যদি সে নামাযী হয়ে যায় তাহলে তাকে ধরতে পারবেনা।
জিন শর্ত মেনে নিল।
তারপর থেকে স্বামী নিয়মিত নামাযী হয়ে গেল।
শিক্ষাঃ

সতী ও নেক্কার স্ত্রী স্বামীকে দ্বীন পালনে সাহায্য করে।

আব্দুল্লাহ ইদরীস. লেখক, সংবাদকর্মী

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি