শুক্রবার বিকাল ৪:১৫, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁও সালন্দর ইসলা‌মিয়া মাদ্রাসায় আব্দুল হাকিমের বিদায় সংবর্ধনা

৬৪৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও প্রধান ফকীহ মাওলানা মোঃ আব্দুল হাকিমের (৩০ সেপ্টেম্বর) বুধবার চাকরীর মেয়াদ সফলতার সাথে পূর্ণ করেন । সরকারি বীধি মোতাবেক তিনি মাদরাসার শিক্ষকতা পেশায় অবসর গ্রহণ করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে সহকারী অধ্যাপক ও প্রধান ফকীহ মাওলানা মোঃ আব্দুল হাকিমের অবসর জনিত কারণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির।


অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আবুল হাসান ত্বোহা, সহকারী অধ্যাপক ও ফকীহ্ মাওলানা বাদশাহ আলমগীর,মাওলানা মিজানুর রহমান, প্রভাষক শাহাজাহান নেওয়াজ, সহকারী শিক্ষক মাওলানা মোঃ মোখলেছুর রহমান ও মোঃ নুরে আলম শাহ প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির দাতা সদস্য মোঃ ইউনুছ আলী,অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকাবৃন্দসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে দেশ ও জাতিসহ সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

পরে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেষ্টসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন অতিথি বৃন্দ সহ শিক্ষক কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ আব্দুল্লাহ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি