শনিবার ভোর ৫:০৫, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

৪৭৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

খাদ্য নিরাপত্তা: বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এ শ্লোগানের আলোকে ঠাকুরগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব দেন, জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মোঃ আব্দুল মজিদ,বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মন্তোষ কুমার দে,অতিরিক্ত জেলা পুলিশ সুপার( প্রশাসন), মুহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ হারুনুর রশিদ প্রমুখ।


এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এর ৯ম শ্রেণীর ছাত্রী ফাবলিহা আফাফ, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় ১০ শ্রেণীর ছাত্র কাওসার আহমেদ হীরক।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় মেলায় স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি