শুক্রবার দুপুর ২:৩৯, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং

আমি বাংলা থেকে বলছি (ক‌বিতা)

৬৩৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

লেখক: নূর সাইফুল্লাহ আদর

হ্যাঁ আমি সেই বাংলা থেকে বলছি
যে বাংলায় পদচারণ করেছেন
কবি নজরুল, রবিন্দ্রনাথ, মধুসূদন
যে বাংলাকে সুরের মর্চনায় মাতিয়েছেন
অখিল ঠাকুর, সাবিনা ইয়াসমিন আরো কত লোক

আমি পূর্নভুমি বাংলা থেকে বলছি

আমি বলছি সেই বাংলা থেকে
যেখানে ধর্ষনকে মানুষ বিনোদন মনে করে
আমি বলছি সেই বাংলা থেকে
যেখানে ধর্ষনে দর্শক হয়ে ঘাড় ঘুরিয়ে পিছন হাটেঁ

আমি সেই বাংলা থেকে বলছি
যেখানে নিজের ক্ষতি না হওয়ার আগে আওয়াজ নেই।
আমি বাংলার মাঝে থেকে বলছি।

আমি বলছি এমন বাংলা থেকে
যে পূন্যস্থানে বিচার করতে সময় নেয় অধিক
আমি বলছি এমন বাংলা থেকে
যে পূন্যস্থানে সুবিচার নেই এই ধর্ষনের

আমি বলছি এমন বাংলা থেকে
যে পূন্যস্থাতে রক্ষকই মাঝে মাঝে হয় ভক্ষক।

আমিতো চাই না এই বাংলা, আমিতো চাইনা
এই পূন্যভূমি এই স্বাধীন দেশ।
যেখানে মা- বোনেরা হবে না স্বাধীন
তারা পারবেনা নিরাপদে চলতে পথে ঘাটে
আমি এদেশ চাই না, মৃত্যু চাই
মৃত্যু চাই সেই কুসন্তান দের যাদের জন্য
আমায় লিখতে হয়েছে আমার
সাধের সোনার বাংলার বিপক্ষে।

ক‌বিতা: আমি বাংলা থেকে বলছি
ক‌বি: নূর সাইফুল্লাহ আদর

Some text

ক্যাটাগরি: সাহিত্য

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি