বুধবার রাত ১০:২৪, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২২শে মার্চ, ২০২৩ ইং

শিমরাইলকান্দি রাস্তার সংস্কারে আজ ১১টায় মানববন্ধন

৪৫৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজ ২৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় পাওয়ার হাউজ রোড থেকে শ্মশানঘাট পর্যন্ত অতিঝুঁকিপূর্ণ রাস্তাটির আশু সংস্কারের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগ ও অংশগ্রহণে। মানববন্ধনটি অনুষ্ঠিত হবে পাওয়ার হাউজ রোডেই। তাই অংশগ্রহণকারীদের পাওয়ার হাউজ রোড তোফায়েল আজম ও শিমরাইলকান্দি চাষীভবনের সামনে জড়ো হতে বলা হয়েছে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভেতরে এটি খানা-খন্দে ভরা ও খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। ব্রাহ্মণবাড়িয়া শহরের কালিবাড়ি মোড় থেকে গ্যাসফিল্ড পর্যন্ত এ রাস্তার দুই পাশে রয়েছে অনেকগুলো সরকারি অফিস- চাষীভবন, খাদ্যগুদাম, বিএডিসি, গ্যাসফিল্ড। এছাড়া রয়েছে কয়েকটি স্কুল, শহরের সবচেয়ে বড় কবরস্থান ও শ্মশান। অথচ দীর্ঘ প্রায় আঠারো বছর ধরে এর কোনো সংস্কার নেই।

সরেজমিনে দেখা যায়, রাস্তার দশা অতি ভয়াবহ। স্থানে স্থানে গর্ত, জমে আছে বৃষ্টির পানি। রিক্সা ও অটো প্রায়ই উল্টে পড়ছে, আহত হচ্ছে যাত্রী। কিছুদিন আগে কালিবাড়ি মোড় থেকে চাষীভবন পর্যন্ত জায়গাটুকু সংস্কারের উদ্দেশ্যে ভাঙ্গা হয়, উপরের খানা-খন্দ পিচগুলো সরিয়ে কিছু ইটের সুরকি বিছানো হয়। কিন্তু এরপর সেভাবেই ফেলে রাখা হয়েছে। এতে সাধারণ মানুষদের সমস্যা আরো বেড়ে গিয়েছে।

এ রাস্তার অবস্থাটা দেখুন

এদিকে রিক্সা ও অটোভাড়া হয়ে গিয়েছে দ্বিগুণ, যা সাধারণ মানুষদের কষ্টকে চূড়ান্ত মাত্রায় পৌঁছিয়েছে। সরকারি এসব অবহেলা, দুর্নীতি ও রাস্তাটি সংস্কারের প্রতিবাদে তাই আজ সকাল ১১টায় হতে যাচ্ছে এ মানববন্ধন।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

Flirt4free Review: Security, Prices, Models

The Best Chat Room Apps…

Take part in the Finest…

The Fantasy About Ukraine Girls…

The Hidden Treasure Of Costa…

Se corre en su cara

On the web Pokies Modern…

5 Simple Techniques For Portuguese…

The Idiot’s Guide To Sexy…

The Fundamentals Of Turkish Girls…