শুক্রবার সকাল ১১:১৯, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই মে, ২০২৪ ইং

রংপুর মিঠাপুকুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

২৮১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জুয়েল রানা, রংপুর: রংপুর জেলার মিঠাপুকুরে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ময়েনপুর ইউনিয়নের কদমতলা গ্রামের নাউয়ার পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। শুক্রবার গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।

পুকুরের মালিক গোলাম মোস্তফা বলেন, দীর্ঘ ৮/৯ বছর ৮০ শতাংশ জমির একটি পুকুরে মাছ চাষ করে। শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন তিনি। এ পর্যন্ত তাঁদের হিসাব অনুযায়ী দুর্বৃত্তরা প্রায় ২/৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।

মিঠাপুকুর থানার ওসি মো: আমিরুজ্জামান বলেন, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি