সোমবার রাত ১২:৫০, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই মে, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে শিশু ও দরিদ্রদের মাঝে স্বাস্থ্যসামগ্রী বিতরণ

৩৯৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মুন্সিরহাট, ঠাকুরগাঁও নিজস্ব কার্যালয়ে কোভিড ১৯ প্রতিরোধে উপকারভোগী শিশু ও হতদরিদ্রদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার ২৭ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবাট চিসিমের সভাপতিত্বে কোভিড ১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা কোভিড ১৯ প্রতিরোধে বেসরকারিভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ওয়াল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজারকে ধন্যবাদ জানান।

পরে অতিথিবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে সুবিধাভোগী ৩ হাজার ৫ জন শিশু ও ১ শ ৪০ জন হতদরিদ্র পরিবারের মাঝে কোভিড -১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রোগ্রাম অফিসার,পারুল বেগমসহ আরো অনেকে।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি