সোমবার সকাল ৬:৫৮, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

শরৎকাল -মাহমুদ নাঈম এর কবিতা

৫৪৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

শরৎ এলো নদীর তীরে
শরৎ এলো একটু দূরে।
শরৎ রাণীর মুগ্ধ কেশ
শরৎ দেখতে যাবো বেশ।

শরৎ আকাশে শুভ্র ভেলা
শরৎ দুপুরে কাশের খেলা।
শরৎ দুপুরে জাঁকালো বিল
শরৎ আকাশে উড়ে চিল।

শরৎ গানে খুশির বীণ
শরৎ রঙে সোনালি দিন।
শরৎ রাতে বৃষ্টি আভাস
শরৎ কালে শুভ্র কাশ।

শরৎ সকালে পাখির বাস
শরৎ বিকেলে পাতি হাস।
শরৎ কাল দেখতে রেশ
শরৎ রূপে বিচিত্র স্বদেশ।

শরৎকাল : মাহমুদ নাঈম

Some text

ক্যাটাগরি: কবিতা, সাহিত্য

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি