বুধবার রাত ১১:২৯, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

বেদআতের কবলে আমাদের সমাজ

৫০১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বেদআতীদের সম্পর্কে অনেক কিছুই শুনেছি।কখনো তাদের কর্মকাণ্ড দেখার সুযোগ হয়নি।সরাসরি প্রত্যক্ষ করার অবকাশ হয়নি। কারণ বেদআতমুক্ত গ্রামে জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ ।বড় হয়েছি সেখানেই।
২৬- ০৮ -২০২০ তারিখ রোজ বুধবার, আখাউড়া উপজেলাধীন তন্তর গ্রামে একটি জানাযার নামাজে শরীক হয়েছিলাম।নামাজ শেষে সূরা ফাতেহা পাঠ করে দোয়া করা হলো।আমরা কয়েকজন দোয়ায় শরীক হয়নি।নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ছিলাম।দাফনের শেষে কবরমূখী হয়ে দোয়া করেছে।
জানাযার নামাজের পর লাশ দাফনের পূর্বে দোয়া করা শরীয়তসম্মত নয়,বরং তা শরীয়ত পরিপন্থী। কারণ জানাযার নামাজই দোয়া।আর এটি সালাফে সালেহীন থেকে প্রমাণিত নয়।
তাই এহেন গর্হিত কাজ পরিত্যাগ করা আবশ্যক।
তবে লাশ দাফনের পর কেবলামুখী হয়ে দোয়া করা যায়। কোনো সমস্যা নেই।
তথ্যসূত্র
১.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ
অর্থঃ আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যখন তোমরা কোন মৃত ব্যক্তির জানাযার নামায আদায় করবে, তখন তার জন্য ইখলাস বা আন্তরিকতার সাথে দু‘আ করবে।

সুনানে আবু দাউদ হাদিস নং ৩১৮৫
সুনানে ইবনে মাজাহ হাদিস নং ১৪৯৭
২.
فلما فرغ من دفنه استقبل القبلة رافعا يديه
রাসূল সা. তাঁর (আব্দুল্লাহ রা.)দাফন শেষে কেবলামুখী হয়ে হাত উত্তোলন করে দোয়া করলেন।
ফাতহুল বারী -১১.১৪৪
৩.

إن صلاة الجنازة هي الدعاء للميت ،إذ هو المقصود منها
অর্থাৎ জানাযার নামাযই দোয়া। কেননা নামাজ দিয়ে দোয়াই উদ্দেশ্য।
ফাতাওয়া শামী -২.২১০
৪.
ولايدعى للميت بعد صلاة الجنازة ،لأنه يشبه الزيادة في صلاة الجنازة
জানাযার নামাজের পর দোয়া করা যাবেনা।কারণ দোয়া করা জানাযার নামাজে বৃদ্ধি করার নামান্তর।
মিরকাতুল মাফাতীহ -৪.১৭০
৫.
لايقوم الرجل بالدعاء بعد صلاة الجنازة
জানাযার নামাজের পর দোয়া করবেনা।
খুলাসাতুল ফাতাওয়া -১.২২৫
৬.
إذا فرغ من الصلاة لايقوم بالدعاء
যখন জানাযার নামাজ শেষ করবে দোয়া করবেনা।
আল ফাতাওয়া সিরাজিয়াহ -২৩
৭.ফাতাওয়া মাহমুদিয়া -৮.৭১২
৮.ফাতাওয়া দারুল উলুম -৫.৩৫২
৯.কিফায়াতুল মুফতী -৪.১৫৮

আব্দুল্লাহ ইদরীস: লেখক, সংবাদকর্মী

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি