শনিবার দুপুর ১২:৩৩, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই অক্টোবর, ২০২৪ ইং

বন্যার পানিতে ভেসে গেছে ঠাকুরগাঁওয়ে কোটি টাকার পাকা রাস্তা

৫৩০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গত কয়েকদিনের ভারী বর্ষণে ঠাকুরগাঁওয়ের নিম্নাঞ্চল প্লাবিতসহ জেলার প্রায় সবকটি উপজেলাই ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার পানিতে। ভারী বর্ষণে সৃষ্ট এ বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেছে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া-সাবাজপুর গ্রামের চলাচলের একমাত্র পাকা রাস্তাটি।

কোটি টাকা ব্যয়ে ছয় মাস আগে নির্মিত ১.৫ কিলোমিটার রাস্তার প্রায় সিংহভাগই ভেঙ্গে ভেসে গেছে বন্যার পানিতে। রাস্তার বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামনে দাঁড়ালে পানি ছাড়া প্রমাণ মিলবে না কোনো পাকা রাস্তার। আর অনাকাক্ষিতভাবে এ রাস্তাটি ভেঙ্গে পড়ায় ভোগান্তিতে পড়েছে জাউনিয়া ও সাবাজপুরসহ কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।

স্থানীয়রা জানান, এর আগেও বন্যার পানিতে একবার ভেসে যায় এ রাস্তাটি। তারা অভিযোগ করেন, মাটি ভরাট করে উঁচু না করে রাস্তা নির্মাণ ও নিম্নমানের পাকাকরণ কাজের জন্য দ্বিতীয় বারের মত সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের রাস্তাটি পানিতে ভেসে গেছে। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে মূল শহরের সাথে আমাদের কয়েকটি গ্রামের।

সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, রাস্তাটি পাকাকরণ করার এক বছরও হয়নি। অতিবৃষ্টির ফলে প্রায় সিংহভাগ রাস্তা ভেসে গেছে পানিতে। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় প্রকৌশলীকে বলা হয়েছে। দ্রুত সংস্কার না করা গেলে বিদ্যালয়ে যাতায়াতসহ স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আর বালিয়াডাঙ্গী উপজেলায় মাটি হলো বেলে মাটি। একটু চাপ দিলেই ভেঙে যায়। বৃষ্টি কমলে পানি কিছুটা নেমে গেলেই আমরা রাস্তা মেরামতের কাজে হাত দিবো।

গৌতম চন্দ্র বর্মন:  ঠাকুরগাঁও প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি