সোমবার সন্ধ্যা ৭:১৫, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ৬ই মে, ২০২৪ ইং

রাসূল সা. সপ্তাহে দু’দিন রোযা রাখতেন

৪৪১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

রাসূল সা. সপ্তাহে দু দিন রোযা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার
তিনটি কারণে

১. সোমবার আর বৃহস্পতিবার মানুষের আমলনামা পেশ করা হয় দয়াময় রবের দরবারে।
২. রাসূল সা. সোমবারে জন্মগ্রহণ করেন।
৩. সোমবারেই রাসূল সা. এর উপর কুরআন অবতীর্ণ হয়।
ইমাম তিরমিজি রহ. হযরত আবু হুরায়রা রাযি. এর সূত্রে একটি হাদিস বর্ননা করেন
أنّ رسول الله – صلّى الله عليه وسلّم – قال:” تعرض الأعمال يوم الإثنين والخميس فأحبّ أن يعرض عملي وأنا صائم
রাসূল সা. এরশাদ করেন সোমবার আর বৃহস্পতিবার (মানুষের) আমলনামা (রবের নিকট) পেশ করা হয়, তাই আমি পছন্দ করি রোযাদার অবস্থায় আমার আমলনামা যেন পেশ করা হয়।
ইমাম মুসলিম রহ. হযরত আবু কাতাদাহর সূত্রে একটি হাদিস বর্ননা করেন

أنّ رسول الله – صلّى الله عليه وسلّم – سئل عن صوم الإثنين فقال:” فيه ولدت، وفيه أنزل عليَّ

রাসূল সা. কে সোমবার রোযা রাখার কারণ জিজ্ঞেস করা হলে উত্তরে বলেন সেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং সেদিনই আমার উপর কুরআন অবতীর্ণ হয়!

চলছে মহররম মাস।মহররম মাসের অন্যতম একটি আমল রোযা রাখা।
এ মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে
عَنْ أَبِي هُرَيْرَةَ، – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ ‏”‏ ‏.
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমযানের সিয়ামের পর সর্বোত্তম সাওম (রোযা) হচ্ছে আল্লাহর মাস মুহাররমের সাওম এবং ফরয সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের নামায।
সহীহ মুসলিম হাদিস নং ২৬২৬
আগামীকাল বৃহস্পতিবার।

ইচ্ছে করলে আমলটা করতে পারি দুটি ফযিলত পাওয়ার আশায়।
রব্বা! সকলকে তাওফিক দান কর।
——-
আব্দুল্লাহ ইদরীস
জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি