শনিবার বিকাল ৫:১৬, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই মে, ২০২৪ ইং

সরাইলে ৭৩ শিক্ষক-কর্মচারীকে প্রণোদনা প্রদান

৪৩২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

করোনা ভাইরাস (কোভিট-১৯) উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নন-এমপিও ৭৩ জন শিক্ষক-কর্মচারীকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রণোদনার চেক বিতরণ করা হয়।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে ক্ষতিগ্রস্থ নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রণোদনা বাবদ আর্থিক সহযোগিতার অংশ হিসেবে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। আর কর্মচারীদের দেওয়া হয়েছে ২ হাজার পাঁচ’শ টাকার চেক। সরাইলে মোট ৭৩ জন এ এই চেক পেয়েছেন।

এর মধ্যে রয়েছেন ১৪ জন কর্মচারী। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন ও প্রভাষক মোহাম্মদ মাহবুব খান প্রমূখ।

স্টাফ রির্পোটার

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি