সোমবার রাত ৯:৪৪, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

পীরগঞ্জে পাচ্ছে না বয়স্ক ভাতা: বয়স ৭৫ পেরিয়ে

৩৭৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা তিনার বয়স বর্তমানে ৭৫ পেরিয়ে চলছে তবু্ও পাচ্ছে না বয়স্ক ভাতা।

এ নিয়ে তিনি পীরগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার বরাবরে গত ০২/০৭/২০২০ ইং তারিখে বয়স্ক ভাতা কার্ডের জন্য আবেদন করেন।আবেদন পত্র জমা দেওয়ার প্রাক্কালে ৭ নং হাজীপুর ইউনিয়ন সমাজকর্মী বলেন, আবেদন গ্রহণ করিলাম তবে ৭ নং হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যানের হুকুম ছাড়া তার কার্ড কোনদিন ও হবেনা আপনি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন।

জানা যায় পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের সিংগারোল গ্রামের লক্ষীকান্তের ছেলে বিরেন চন্দ্র রায়ের বর্তমান বয়স ৭৫ বছর পেরিয়ে গেছে তবু্ও বয়স্ক ভাতা না পাওয়ায় সমাজ সেবা অফিসার বরাবরে আবেদন করেন।

এ বিষয়ে বিরেন চন্দ্র রায় সাংবাদিক কে বলেন আমি বর্তমান সহায় সম্বলহীন একজন বৃদ্ধ ব্যাক্তি এই মুহূর্তে আমার এক মাত্র চলার পথে বয়স্ক ভাতা খুবই প্রয়োজন আমি ভাতার জন্য আবেদন করেছি সমাজ সেবা অফিসার যেন আমার ভাতার ব্যবস্থা করেন।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা, সমাজসেবা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি