শুক্রবার ভোর ৫:২৩, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২রা মে, ২০২৪ ইং

ডিমলায় কৃষকের ধান কেটে দিলেন নিজেরাই গড়ি (নিগ) সংগঠন

৩২৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

নীলফামারী ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামে একটি “সংগঠন নিজেরাই গড়ি (নিগ) এর স্বেচ্ছাসেবী কার্যক্রমের ধারাবাহিকতায় অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে সংগঠনের সকল সদস্যরা।

শনিবার থেকে কার্যক্রম শুরু করে উক্ত সংগঠনটি। সংগঠনের সভাপতি আবু সায়েম সেলিমের নির্দেশে সংগঠনের সকল সদস্যরা সকাল ৮ টা থেকে সুন্দরখাতা গ্রামের কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন।

করোনার প্রাদুর্ভাব ও অতিবৃষ্টিপাতের কারনে জমির ধান পেকে নষ্ট হয় যাচ্ছিল। এ ধান কাটার জন্য কোন শ্রমিক নেওয়ার মতো সামর্থ ছিলো না।

এরই মধ্যে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিগ সংগঠনের উদ্দোক্তা আতিকুর রহমানের আহ্বানে সুন্দরখাতা গ্রামের লেবু ইসলাম নামের এক কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন।

ধান কাটা কর্মসূচীতে অংশ নেন স্বেচ্ছস্বেবী সংগনটির অন্যতম সদস্য মেধাবী শিক্ষার্থী মো: আতিকুর রহমান, জাহিদ হাসান বাধন, রাব্বী হাসান, মোস্তাকিন ইসলাম, গোলাপ হোসেন, জিকরুল ইসলাম, সুরুজ ইসলাম, সুমন ইসলাম, কৌশিক ও সেলিম ইসলাম প্রমুখ।

আতিকুর রহমান বলেন, আমাদের এই স্বেচ্ছস্বেবী সংগঠনের সম্মানিত সভাপতি আবু সায়েম সেলিম এর নির্দেশনায় গ্রামের গরীব কৃষকদের ধান ও ভূট্টা সংগ্রহের নির্দেশ দেন।

তিনি আরো বলেন, আমরা কৃষকের জমিতে হাঠু পানিতে জোঁক ,পানি পোঁকা ও অঝোড়ে বৃষ্টিকে ভেদ করে কৃষকের ধান কেটে পৌঁছে দেই। এতে কৃষকের মুখে আমরা তৃপ্তির হাঁসি দেখেছি। এছাড়াও এলাকার কোন গরীব অসহায় কৃষকের যদি শ্রমিকের অভাবে ধান কাটতে না পারে আমাদেরকে অবগত করলেই আমরা ওই কৃষকের জমিতে গিয়ে ধান কেটে দিব স্বেচ্ছা শ্রমে ।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি