শনিবার সকাল ৯:৪৬, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

বৃষ্টিস্নাত ভেজা বাতাস

৬৭১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জানালা খুলে, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি। আজ সারাদিন আকাশ কাঁদিয়ে অঝোর ধারায় বৃষ্টি ঝড়ছে। এদিকে জানালা দিয়ে শোঁ শোঁ আওয়াজে গা ছুঁয়েছে যাচ্ছে ভেজা বাতাস। ওদিকে পুকুর পাড়ে গাছগুলো ও বকগুলোর উপর বৃষ্টিজল ছুঁয়ে পড়ছে।

পাখিগুলো ডানার ভেতরে মাথা লুকিয়ে বৃষ্টি স্নান করছে। আর এদিকে শত শত বৃষ্টিফোটা টিনের চালে ঝরে পড়ছে। সৃষ্টি করছে এক অন্যরকম নৃত্য ঝংকার।

এমন রিমঝিম বৃষ্টির লোভনীয় ছন্দপাত দেখে আমারও খু উ ব ইচ্ছে করছে, এখনি গা থেকে কাঁথাটা ঝেড়ে ফেলে বৃষ্টিতে স্নান করতে। আবার ভয়ও লাগছে। কারণ সেদিন বৃষ্টিতে ভিজেই খুব জ্বর এসেছিলো।

Some text

ক্যাটাগরি: প্রকৃতি ও পরিবেশ, মতামত, স্মৃতিচারণ

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি