শনিবার বিকাল ৪:৫২, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই মে, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে জেলা পুলিশকে হোমিওপ্যাথি ফ্রি ঔষধ প্রদান

৪১৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জেলায় কর্মরত ১১শ পুলিশ সদস্যের মাঝে হোমিওপ্যাথি ফ্রি ঔষধ বিতরণ করেন ডা. মোহাম্মদ রিপন।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও পুলিশ লাইনে পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) এর হাতে এসব ঔষধ তুলে দেয়া হয়।

ডা. মোহাম্মদ রিপন (বিএইচএমএস,ঢাবি) ঠাকুরগাঁও হোমিওপ্যাথি মেডিকেল কলেজে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি আরো জানান মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছে আমাদের দেশের পুলিশ সদস্যরা। ফলে তাদের মাঝে করোনা সংক্রমনের ঝুঁকি ও আক্রান্তের হার দুটোই বেশি।

একজন চিকিৎসক হিসেবে তাদের পাশে থাকাকে নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেছি। তার অংশ হিসেবেই পুলিশ সদস্যদের মাঝে এসব হোমিও ঔষধ বিতরণ করলাম।

জেলা পুলিশ মোহা: মনিরুজ্জামান (পিপিএম) ডা. মোহাম্মদ রিপন এর ব্যক্তিগত এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশের পুলিশ সদস্যরা চরম ঝুঁকি নিয়ে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে।

ইতিমধ্যে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন। অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতিতে ডা. রিপনের এমন উদ্যোগ পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরো বেশি প্রেরণা যোগাবে।তাই ঠাকুরগাঁও পুলিশ বিভাগের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার তাকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. আশা আক্তার (ডিএমএফ), পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, জাহেদুল হক (আর-১), ডা. আজাহার আলী, আশরাফুল ইসলাম প্রমুখ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি