শুক্রবার সকাল ৬:৩৪, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

করোনার করুণ কাব্য

৩৮০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

অভাবী অজগর গ্রাস করে নেয়
যতসব প্রাচীন টোটেম ,
আমার পাকস্থলী কোটি
ভাইরাসের রন্ধনশালা।
‘করোনা’ যদি করে নেয়
আমাকে হজম,
নিক, তবুও মিটুক ক্ষুধার জ্বালা।

কীভাবে বাঁচবো বলো
সঞ্চয়হীন মানুষ আমি,
লক ডাউনের যন্ত্রণা লাগে মৃত্যুসম।
এ যেনো বাঁচতে চেয়ে
হওয়া মরণকামী,
সহ্য কী করা যায় ক্ষুধায় কাতর আমাদের প্রিয়তম।

মৃত্যুর চেয়েও বহু কষ্টের
ক্ষুধার জ্বালা,
ক্ষুধার্ত অক্টোপাস খেয়ে ফেলে নিজের বাহু।
পেটে রেখে অন্নের টান
সরকারি কথামালা,
মেনে চলবো আমি
এ বড়ো মনের সাহু।

ত্রাণের নামে সরকারি উপহাস
বড়ো আজব লাগে,
তাও আবার ও তে পড়ে চোরের দৃষ্টি।
চুরি হয়ে যায় বরাদ্দকৃত অনুদান
যা ছিলো আমার ভাগে,
ভুলে যাই সব ভোটের আগের
চেখে চোরদের মধুর বৃষ্টি।

আমার মৃত্যু যদি লিখতে হয়
তবে লিখে নেবো আমি নিজেই।
তোমরা ব্যর্থ সাজাতে বিধান,
আমি বাঁচতে চাই,
আমার মতো সহজেই।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি