বৃহস্পতিবার রাত ৪:০৬, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই মে, ২০২৪ ইং

২৪ ঘন্টার বৈশ্বিক করোনা আপডেট

৮৫৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি অব্যহত রয়েছে। তবে ইতালি ও স্পেনে পরিস্থিতির উন্নতি হয়েছে। যেমনটা গতকালও বলেছিলাম, করোনার ভয়াল গ্রাসটা এরকমই, একদিকে যদি গতি কমে তো আরেকদিকে দ্বিগুন গতিতে সে আক্রমন করে।

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছে এ পর্যন্ত ৩৪৬২ জন। আরো কিছু দেশের আপডেট আসলে রাতের দিকে এ সংখ্যা আরো বাড়তে পারে। কেননা, গত তিনদিন ধরে প্রতিদিন গড়ে এখন ৫ হাজার মানুষ মারা যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন প্রায় ৬৮ হাজার। ইতালিতে মৃতের সংখ্যা আজ একটু কমেছে। ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ৫২৫ জন। স্পেনেও মৃতের সংখ্যা কমেছে। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ৪৭১ জন। করোনায় নিহতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র এখন আছে দ্বিতীয় অবস্থানে। আজ এখন পর্যন্ত সেখানে মারা গেছে ৮৭৩ জন, তবে প্রতি মিনিটেই সংখ্যা বাড়ছে। করোনায় নিহতের দিক থেকে এখন তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। আজ সেখানে মারা গেছে ৬২১ জন।

২৪ ঘন্টায় ইরানে মারা গেছে ১৫১ জন, জার্মানীতে ৭৯ জন, বেলজিয়ামে ১৬৪ আর নেদারল্যান্ডসে ১১৫ জন। স্পেন, ইতালি, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য ছাড়াও বেলজিয়াম, নেদারল্যান্ডস, তুরস্কে, পর্তুগাল, সুইজারল্যান্ড, কানাডা, অষ্ট্রিয়া, জার্মানী, অস্ট্রোলিয়া, নরওয়ে, পোল্যান্ড, সুইডেন, মরক্কো, ইরাক, হন্ডুরাস, ডেনমার্ক, মালয়েশিয়া ও সৌদি আরবে পরিস্থিতির অবনতি হয়েছে।

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমনে মারা গেছেন ৩৪৬২ জন। বিগত ২৪ ঘন্টায় সুইজারল্যান্ডে ১৯, পর্তুগালে ২৯, অস্ট্রিয়ায় ১৮, তুরস্কে ৭৩ জন (মোট মারা গেছে ৫৭৪ জন), সু্ইডেনে ২৮, ডেনমার্কে ১৮, ইকুয়েডরে ৮, অস্ট্রোলিয়াতে ৫, পোল্যান্ডে ১৫, রোমানিয়ায় ৫, ফিলিপিনসে ৮ জন, কানাডায় ২৭ (একজন প্রবাসী বাংলাদেশীও আছেন), ইন্দোনেশিয়ায় ৭, ইরাকে ৫ জন, মেক্সিকোতে ১৯, আলজেরিয়াতে ২২, মরক্কোতে ১০, সৌদি আরবে ৫, এবং হনডুরাসে ৭ জন মারা গেছেন।

করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ৫৩,৮৮৬ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ৬৭,৯১৪ জন। এ পর্যন্ত করোনায় ইতালিতে মারা গেছে ১৫,৮৮৭, জন, স্পেনে ১২,৪১৮ জন, ফ্রান্সে ৭৫৬০, ইরানে ৩৬০৩, যুক্তরাষ্ট্রে ৯১৭২, যুক্তরাজ্যে ৪৯৩৪ এবং নেদারল্যান্ডসে ১৭৬৬, জার্মানীতে ১৫২৪ এবং বেলজিয়ামে ১৪৪৭ জন মারা গেছেন।

মাত্র ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৬৯ হাজার থেকে বৃদ্ধি পেয়ে হয়ে ১২ লাখ ৪৫ হাজারে উন্নীত হয়েছে। তার মানে গত ২৪ ঘন্টায় বিশ্বে প্রায় ৭৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে চীনকে পেছনে ফেলে এখন এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে স্পেন, তৃতীয় স্থানে ইতালি, চতুর্থ স্থানে জার্মানী এবং পঞ্চম স্থানে ফ্রান্স চলে এসেছে। এরপর ৬ষ্ঠ অবস্থানে আছে চীন।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩ লাখ ২৩ হাজারে পৌছেছে। ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫,৯৭৭ জন। স্পেনে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৩০ হাজার। গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৪৫৯১ জন। ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজারে পৌছেছে। ইতালিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪৩১৬। আরো যেসব দেশে বেশি লোক গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে তার মধ্যে জার্মানীতে ২৬৭৩, ইরানে ২৪৮৩, যুক্তরাজ্যে ৫৯০৩, সুইজারল্যান্ডে ৫৯৫, নেদারল্যান্ডসে ১২২৪, অস্ট্রিয়াতে ১৫৩, বেলজিয়ামে ১২৬০, পুর্তুগালে ৭৫৪, সুইডেনে ৩৮৭, মালয়েশিয়ায় ১৭৯ (আজ মারা গেছে ৪ জন), ডেনমার্কে ২৯২, চিলিতে ৩১০, ফিলিপাইনে ১৫২, ইন্দোনেশিয়াতে ১৮১, সৌদি আরবে ২০৬ (আজ মারা গেছেন ৫ জন), এবং রাশিয়ায় ৬৫৮ জন আক্রান্ত হয়েছে। ভারতের কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। তবে, পাকিস্তানে পরিস্থিতির অবনতি হয়েছে। আজ সেখানে আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৫ জন। আজ মারা গেছেন ৪ জন।

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আরও ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮৮ জনের শরীরে। আজ মারা গেছে ১ জন। করোনায় মোট নিহতের সংখ্যা এখন ৯ জন। নতুন ৩ জনসহ সুস্থ হয়ে বাড়ি গেছেন মোট ৫৫ জন।

আল্লাহ তাআলা করোনার ভয়াবহতা থেকে আমাদের হেফাজত করুন। আমিন।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি