শুক্রবার দুপুর ২:১৯, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ৩রা মে, ২০২৪ ইং

তবুও ভয় আর আশঙ্কা দানা বেঁধে আছে মনে

৬০৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ফজরের আযান কানে ভেসে এসেছিলো আরো ঘন্টা দুয়েক আগে, কি সুন্দর, স্নিগ্ধ! নতুন একটা দিন শুরু হচ্ছে, অনেকগুলো নতুন ফুল ফুটবে, সুভাস ছড়াবে,

তবুও ভয় আর আশংকা দানা বেঁধে আছে মনে, অনেকগুলো মানুষ মারা যাচ্ছে, যাবে। তার চাইতেও বেশি ভয়, মা হারাচ্ছে সন্তানকে, স্বামী হারাবে স্ত্রীকে, প্রেমিক হারাবে তার প্রেমিকাকে।

একটা মানুষের সব চাইতে মূল্যবান সম্পদ হল তার জীবন। যে-কেউই চায়, দুটো দিন বেশি বাঁচতে। কয়েকটা ভোর বেশি দেখতে। মেসি-রোনাল্ডো আবার মাঠে নামবে, গোল দেওয়ার পর উচ্ছাস করতে হবে।

খুব শীঘ্রই হয়ত এমন একটা ভোর আসবে, বিবিসি’র প্রথম পাতায় বড় করে হেডলাইন হবে “করোনাভাইরাসের পরীক্ষিত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে।”

আল্লাহ তায়ালা এমন সকালটা খুব শীঘ্রই আনুক। মানুষ ছাড়া পৃথিবীটা কেমন জানি। শহরে জ্যাম নেই, এটা সত্যিই ভালো লাগে না। কুমাড়শীল মোড়ে মানুষের বন্যা হোক। দুস্থ মানুষগুলো কাজে ফিরুক। বিশ্বরোডে ভিড় জমুক। বাসের ছাদে করে মানুষ চলুক!

আল্লাহ তায়ালা এমন একটা সকাল খুব শিঘ্রই আনুক।

-তানজিব সারোয়ার মুন্না

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি