সোমবার সকাল ৯:৩৮, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

জয়পুরহাটে সরকারি ২৫.৪৪ মেট্রিক টন চালসহ ইউনিয়ন আওয়ামী সভাপতি আটক

১৪৩৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে একটি গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের অধিনে বরাদ্দকৃত ভিজিডি, ভিজিএফ এর ২৫.৪৪ মেট্রিক টন চালসহ আওয়ামীলীগ নেতা আল ইসরাইল জুবেলকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
 
আটককৃত জুবেল আক্কেলপুর মুজিবর রহমান সরকারী কলেজের প্রভাষক ও গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সে গোপীনাথপুর পুর্ব বাজার এলাকার মৃত নজির উদ্দীন মন্ডলের ছেলে।
র‌্যাব জানিয়েছে, আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর বাজারের একটি গুদামে বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ রয়েছে, সোর্সের দেয়া এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫.৪৪ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এসময় সেখান থেকে ওই গুদামের মালিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
শনিবার রাত ১১টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
 
শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি