শুক্রবার বিকাল ৫:১৯, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১১ই অক্টোবর, ২০২৪ ইং

সরাইলে কৃষকের ধান কেটে দিলেন ছাত্ররা

৫০৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় অসহায় কৃষকদের এগিয়ে এসেছেন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা। তারা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন। মঙ্গলবার ( ২১ এপ্রিল ) সকাল থেকে স্বেচ্ছায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল গ্রামের অসহায় কৃষক করিম খানের ১৫০ শতাংশ জমির ধান কেটে দিলেন ছাত্ররা।

অরুয়ইল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অরুয়ইল সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল খোকন জানান, ৩০-৪০ জন ছাত্র ও যুবক ধান কাটার কাজ করেন। তিনি জানান, অসহায় ও ক্ষুদ্র কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর ভাটি অঞ্চল অরুয়াইল ও পাকশিমুল এলাক। এ এলাকায় শুষ্ক মৌসুমে বিশাল ফসলের জমি। এসব জমির প্রধান ফসল বোরো ধান। এবছর ধানের বাম্পার ফলন হলেও বিভিন্ন জেলা-উপজেলায় লক ডাউন এবং গণপরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে ধান কাটার শ্রমিকরা ব্রাহ্মণবাড়িয়া তথা সরাইলে আসতে না পারায় এবার শ্রমিক সংকটের চিন্তায় অনেকটা দিশেহারা হয়ে পড়ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের অসহায় কৃষকরা। দিশেহারা কৃষকের মনে আশার সঞ্চার জুগিয়ে সরাইলের অসহায় কৃষক করিম খানের ১৫০ শতাংশ জমির ধান কেটে দিলেন পরমানন্দপুর গ্রামের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ও যুব সমাজ। দেশের সংকটময় পরিস্থিতিতে গ্রামের অসহায় কৃষকের ধান কাটার কাজ আমাদের অব্যাহত থাকবে।

শেখ মো. ইব্রাহীম,সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি