মঙ্গলবার সকাল ১০:৫৯, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ. ৩রা অক্টোবর, ২০২৩ ইং

জয়পুরহাটে আরো ১ জনের করোনা শনাক্ত: গত ৫দিনে ৪ জন আক্রান্ত

৩২৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটে নতুন করে আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবরেটরী থেকে আসা ৩৬টি নমুনা পরীক্ষার রিপোর্টে আরো একজনের করোনা পজিটিভি এসেছে। আক্রান্ত ব্যক্তি পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাসিন্দা। সে কয়েক দিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টিনে ছিল। মঙ্গলবার রাত ৯টায় করোনা সনাক্তের কথা নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ।

জেলা সিভিল সার্জন ডাঃ সেলিশ মিঞা জানান, মঙ্গলবার আসা ৩৬ জনের রিপোর্টের মধ্যে ৩৫টি নেগেটিভ এবং একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা আক্রান্ত ব্যক্তির বয়স ৪৩ বছর। আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল, করোনা পজিটিভ এই রিপোর্টের পর তাকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে রাখা হবে বলে জানান তিনি।

এ নিয়ে জেলায় গত ১৬ এপ্রিল থেকে এ পর্যন্ত ৪ জন করোনায় আক্রান্ত হলেন। আগের আক্রান্ত ৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি