বুধবার রাত ২:০৯, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ. ৩রা অক্টোবর, ২০২৩ ইং

জন্মদিনে দুইশত অসহায় মানুষের পাশে ছাত্র লীগকর্মী রনি

৩১৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
আব্দুর রহমান রনি ঢাকা তেজগাও কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। থাকেন মীরপুর ১১ নং ওয়ার্ডের সড়ক ও জনপথ স্টাফ কোর্য়াটারে বাবা একজন সরকারী কর্মকর্তা । ২০১৪ সাল থেকে ছাত্র লীগের সাথে জড়িত।
সে ভিবিন্ন সময়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ান। দেশ যখন করোনা ভাইরাসে আক্রান্ত নিম্নশ্রেনীর পেশার মানুষেরা যখন দিশেহারা, তখন আব্দুর রহমান রনি তার জন্মদিনের টাকা দুইশত অসহায় মানুষের  মাঝে  চাল, ডাল আলু, পেঁয়াজ, তৈল, হাত ধোয়ার সাবানও মাস্ক বিতরন করেন। আব্দুর রহমান রনির চিন্তা ভাবনা সারাজীবন সে অসহায় মানুষের পাশে দাড়াবেন।
এ সময় করোনা ভাইরাস মোকাবিলায়  জনসাধারনকে আতঙ্কিত না হয়ে বাহিরে না যাওয়ার জন্য পরামর্শ দেন সবাইকে। এ ছাড়াও  তিনি  করোনা ভাইরাস সর্তকতায় সরকারের বিভিন্ন বিধিনিষেধ  মেনে চলার আহবান জানান সবাইকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি