শনিবার সকাল ৯:০৮, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

স্যার, আমি রিকশাচালক

৬৬৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
Old Delhi, India – March 2, 2015. Rickshaw driver peddling down the street in Old Delhi, India.

স্যার,
আমি রিকশাচালক
ঘরে আমার দুটি বালক,
একটি মেয়ে,বউটাও থাকে চেয়ে।

স্যার,
অভাবের সংসার
পেটটা তো বুঝে না,
কি ভাইরাস, কে করোনা।

চাল, ডাল, তেল নিয়ে
কখন ফিরবো বাড়ি।
উপোস আছে ঘরে
শুন্য পাতিল, হাড়ি।

স্যার,
অভাবের সংসার
পেটটা তো বুঝে না,
কি ভাইরাস, কে করোনা।

তাইতো এ দুর্যোগে
তিন চাকার লগে।
দুটি টাকার সন্ধানে
ঘুরছি স্যার সবখানে।

স্যার,
আমি তো দিনমজুর
মারবেন কেন হুজুর?
সাহায্য পাই না, কেউ খুশি
তেলে মাথায় তেল পেয়ে।

স্যার,
আমি রিকশাচালক
ঘরে আমার দুটি বালক,
একটি মেয়ে,
বউটাও থাকে চেয়ে।
“””””””””””””””””””””””””””””””””””

Some text

ক্যাটাগরি: কবিতা, সমকালীন ভাবনা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি