বৃহস্পতিবার বিকাল ৩:৩৮, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইলে সুদের টাকা নিয়ে সংঘর্ষ: ইউপি সদস্যসহ আহত ১৫

৭৯১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে সুদের টাকা নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫-০৩-২০২০ইং) রাত ৯ টার দিকে সুদের টাকা চাওয়া নিয়ে কালিকচ্ছ বর্ডার বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপড়া এলাকার জামাল মিয়া একই ইউনিয়নের গলানিয়া গ্রামের মোস্তফার কাছে এক লক্ষ আশি হাজার টাকা সুদ হিসেবে দেয়। বর্তমানে মোস্তফা মিয়া টাকা দিতে পারছিলো না। পরে একই এলাকার সেলিম, মোস্তাফার টাকা দেয়ার জিম্বা নেয়। কিন্তু টাকা কোন ভাবেই শোধ করতে পারছিলো না তারা। এ নিয়ে সেলিমের সাথে জামালের কথা কাটাকাটি হয়। পরে সেলিমের জামাতা মতিন মিয়া শ্বশুরের পক্ষ নিয়ে কথা বলতে গেলে জামালের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির সুমনসহ ১৫ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিচ্ছিন্ন ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি