বুধবার সকাল ১০:০৮, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

নবীনগরে অসহায় ও দুস্থদের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ

৬৩৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের গরীব দুস্থ ও সহায় মানুষের মাঝে ত্রান বিতরণে করে আসছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতাধীন জেলা প্রশাসক হতে প্রাপ্ত উপজেলা প্রশাসনের দায়িত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নবীনগর উপজেলা প্রশাসন।

সমাজের উঁচু তলার মানুষ, মধ্যবিত্ত মানুষ হয়তোবা খেয়ে পড়ে কোন রকম দিনাতিপাত করছে কিন্তু, বন্দিদশায় থাকা নিম্নবিত্ত মানুষদের মধ্যে রাস্তায় খেটে খাওয়া, রিক্সা চালক, দিনমজুর মানুষ গুলো আজ অসহায়, মানবেতর জীবন যাপন করছে এই মহামারী করোনা ভাইরাসের কাছে আত্মসমর্পণ করে।

রোজগার বন্ধ করে যখন যার যার ঘরে অবস্থান করছে তখনই এই বাংলার গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ এর জন্য নির্দেশ দিয়েছেন।

তারই ধারাবাহিকতায় আজ বিভিন্ন গরীব দুঃখী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান, এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরীব অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রান বিতরণ করেন। প্রতিজনকে


বিশ কেজি চাউল , নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটি প্যাকেটে আলু তিন কেজি , পেঁয়াজ দুই কেজি, তেল দুই কেজি, ডাল এক কেজি, আটা তিন কেজি, চিড়া এক কেজি, মুড়ি হাফ কেজি, লবণ এক কেজি, চিনি এক কেজি, সাবান বড় দুইটি ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন, এই ত্রাণ সামগ্রী উপজেলা অসহায় ও দুঃস্থ মানুষ এই বিপদের সময় পেলে হয়তোবা কয়েকটা দিন চলতে পারবে, এই ত্রান বিতরণ অব্যাহত থাকবে ।

কাজী লিটন আহমেদ : নবীনগরে প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি