বৃহস্পতিবার রাত ৯:০৪, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

করোনা

৬৭৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ছোঁয়াচে রোগব্যাধি
করোনা, করোনা
অবহেলা করো না।

অতীব জরুরী আজ
মুখেতে দিও মাস্ক।
জীবাণুনাশক তরল
সেনিটাইজার, হেক্সিসল।
পরিষ্কার রাখো হাত
নিরাপদ দিন রাত।

ছোঁয়াচে রোগব্যাধি
করোনা, করোনা
অবহেলা করো না।

সর্দি কাশি হলে জ্বর
ব্যথা গলায় ঘড়ঘড়।
দেখলে এসব লক্ষণ
হটলাইনে করুন ফোন।

ছোঁয়াচে রোগব্যাধি
করোনা, করোনা
অবহেলা করো না।

মেনে নিন কোয়ারেন্টাইন
নয়তো গুনতে হবে ফাইন।
মেনে চলুন স্বাস্থ্যবিধি
জীবন সবার অমূল্য নিধি।

ছোঁয়াচে রোগব্যাধি
করোনা, করোনা
অবহেলা করো না।

নিজে মানলে বাঁচবে দেশ
করোনা ভাইরাস হবে শেষ।
আল্লাহ মোদের সহায় হোন
সবাই করি এই আবেদন।

Some text

ক্যাটাগরি: সমকালীন ভাবনা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি