শুক্রবার বিকাল ৫:৫৯, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং

করোনায় ভয় নেই

৭৫৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

করোনায় সমস্ত ধরণী আতঙ্ক
মনুষ্য করোনায় হয়েছে ভীত
পাচঁ ওয়াক্ত নামাজ পড়ো
ভয় নেই তোমার কখনো।

পাঁচ বার অজু হবে,
হবে হাত-মুখ স্বচ্ছ ।
খোদার আদেশ মান্য করো
খোদা’ই করিবে রহম।

হালাল আহার করো,
হারাম নয়।
দেহে ঈমানি বল আসিবে,
করোনা অনুজীব নয়।

প্রভু আমায় ক্ষমা করো
যা করিয়াছি গুনাহ,
তোমার হুকুম মানিবো আমরা
আমাদের সদয়তা করে দাও পানাহ।

করোনায় ভয় নেই
সতর্ক অবলম্বন করি।
খোদার দরবারে উপাসনা আনি,
করোনা ব্যাধি মুক্তির দাবি।

_____মাহমুদ নাঈম___

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি