শুক্রবার সন্ধ্যা ৬:০০, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে দৈনিক সময়ের আলোর ১ম বর্ষপূর্তি

৪৯২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

উৎসব মুখর পরিবেশে দৈনিক “সময়ের আলো” পত্রিকার ১ম বর্ষপূর্তি ও ২য় বছরে পদার্পন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এ উপলক্ষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাবের নতুন হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম)। আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, আ’লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার রাশেল প্রমুখ। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি