শনিবার রাত ৩:১২, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

আক্কেলপুরে করোনা সন্দেহে ১ জন আইসোলেশনে

৬৪৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইসমাইল হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।

শুক্রবার সকালে জ্বর, সর্দ্দি-কাশি ও গলাব্যথায় অসুস্থ্য হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসেন পার্শ্ববর্তী নঁওগা জেলার বদলগাছি উপজলার বলরামপুর গ্রামের মৃত খেজমত আলীর ছেলে ইসমাইল হোসেন। তিনি প্রবাসী না হলেও তার প্রবাসী জামাতা দেলোয়ার হোসেন ওমান থেকে গত ২০/২২ দিন পুর্বে আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের নিজ বাড়িতে এসেছেন। তার জামাতার মাধ্যমে তিনি সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যম আগরওয়ালা বলেন, তার শরীরে করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো দেখা যাচ্ছে। তিনি করোনা সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এ কারণে তাকে পর্যবেক্ষণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি