শুক্রবার বিকাল ৪:৩৯, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং

অাকাঙ্ক্ষিত মৃত্যু :: সাইফুল ইসলাম

৭৫৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

এক‌দিন মারা যা‌বো হৃদ‌য় বন্দ‌রের অন্দ‌রে

ফি‌রে যা‌বো নতুন কো‌নো জগ‌তের কেন্দ্রীয় অঞ্চ‌লে,

অাপাত দৃশ্যমান দেহতরী রূপান্ত‌রিত শিলা‌লি‌পি‌তে

‌খোদাই কর‌বে জীব‌নের চড়াই উৎরাই,

অপ্রকা‌শিত কাব্যগাঁথা ভা‌লো ক‌রে প‌ড়ে নি‌ও। ‌

ভিন্ন ভাষা পা‌ঠোদ্ধা‌রে কষ্ট হ‌লে

নৃতা‌ত্ত্বিক গ‌বেষণায় সফল হ‌বে বিশ্বাস রে‌খো;

মৃত্যুটা কাম্য শিমূল পলাশ কৃষ্ণচূড়ার রাঙা‌নো উল্লা‌সে,

মর‌তে চাই না হ্যামল‌কের সুরা হা‌তে বিষ‌ক্রিয়ার ছটফটা‌নি‌তে।

মৃত্যুটা হোক ভিন্ন কো‌নো না‌টিকার ম‌ঞ্চ সা‌জি‌য়ে ‌

যেথায় প্র‌তি‌টি খঞ্জরাঘাতে নতুন নতুন প্র‌তিবাদী জন্ম নি‌বে।

‌নিকট থে‌কে নিকটত‌রো রে‌টিনার গোলীয় দর্প‌ন দীপন তীব্রতার মাত্রা বা‌ড়ি‌য়ে দিক

জীব‌নের ‌যব‌নিকাপাত হোক ই‌তিহা‌সের নতুন অা‌লেখ্য সৃ‌ষ্টি ক‌রে,

অগ‌ণিত প্রা‌ণির ম‌তো স্বাভা‌বিক মৃত্যুর মি‌ছি‌লে কী এমন তৃ‌প্তি অা‌সে?

সাম‌য়িক ক্রন্দন রো‌লে শব্দ দূষ‌ণে অাত্মার তেমন কী ফায়দা হ‌বে!

জগৎ দেখ‌বে, মানব শিখ‌বে, নুসরা‌তদের প্র‌তিবাদী ক‌ন্ঠ

কত ডে‌সিবল মাত্রা ধারণ ক‌রে।

সাইফুল ইসলাম

Some text

ক্যাটাগরি: কবিতা, মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি