মঙ্গলবার রাত ১০:৫০, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজগঞ্জে আগুনে পুরে ছাই ১৫ দোকান

৪৫৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

সিরাজগঞ্জের রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি দোকান। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ব্রহ্মগাছা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আহসান হাবীব জানান, বৃহস্পতিবার ভোরে ব্রহ্মগাছা বাজারের রুবেলের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ধীরে ধীরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ দোকানীদের দাবী, আগুনে পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রুবেল ও আনন্দ সাহার পাইকারি মুদি দোকান, রনজিত কুমারের ওষুধের দোকান, মোবাইলের দোকান, ফ্যান, ফ্রিজ, ইলেকট্রনিক সামগ্রীর দোকানসহ ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি